• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    ইইউ’র অর্থায়নে বিলাইছড়িতে নগদ অর্থ সহায়তা পেল ১৭৯ পরিবার                    ৮৬ দিন পর ভেসে উঠল রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু                    রাঙামাটিতে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান                    রাঙামাটিতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু                    চাকমা ও মারমা ভাষার পাঠ্যপুস্তকে নিজস্ব লিপিতেই প্রকাশের দাবি ২৪ বিশিষ্ট নাগরিকের                    বিলাইছড়ি বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু                    রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ                    জুরাছড়ি বরকলক শান্তিদান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    রাঙামাটি জেলা পরিষদের সদস্য দুমদুম্যায় কমিউনিটি ক্লিনিক পরির্দশন                    খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১০                    রাঙামাটিতে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর আত্নহত্যা                    বিশ্ব খাদ্য দিবসে বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের আলোচনা সভা                    পরিবেশ রক্ষায় বরকলে আনসার ও ভিডিপি সদস্যদের ৭২০০ গাছ রোপণ                    
 
ads

দেশের একমাত্র করোনা মুক্ত রাঙামাটি,প্রশাসন আরো কঠোর হচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2020   Saturday

দেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩টি জেলায় করোনা ভাইরাসের ছোবল পড়েছে। একমাত্র জেলা হিসেবে রাঙামাটি এখনও করোনা মুক্ত রয়েছে।  জেলার মানুষের সচেতনা ও প্রশাসনের কড়াকড়ি কারণে এখনো করোনা মুক্ত রয়েছে।

 

দেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩টি জেলায় করোনা ভাইরাস আক্রান্তের শনাক্ত হয়েছে।  সর্বশেষ ৬৩তম জেলা হিসেবে খাগড়াছড়িতে  গেল ২৯ এপ্রিল করোনা  আক্রান্তের শনাক্ত হয়েছে।  বর্তমানে দেশের করোনামুক্ত জেলা হিসেবে একমাত্র রাঙামাটি জেলা রয়েছে। তবে দেশের রাঙামাটি জেলাটি একমাত্র করোনামুক্ত হওয়ার কারণ হিসেবে জেলার মানুষ সচেতনতা সৃষ্টি অপরদিকে জেলা প্রশাসনের কঠোর তৎপরতার কারণে রাঙামাটি জেলাটি করোনামুক্ত রয়েছে।  যদিও এ জেলায়  বিদেশ  ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা লোকজনদের কোয়ারেন্টাইনে রাখা  হলেও তাদের কঠোর  নজরদারীর মধ্যে রাখা হয়েছে।

 

এদিকে জেলাকে করোনামুক্ত রাখতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা  জেলার প্রবেশ পথে গোদার পাড়, মানিকছড়ি, কাপ্তাইয়ের বড়ইছড়ি, ঘাগড়ার রেষ্ট হাউজ চেক পোষ্ট ও নানিয়ারচরের ঘিলাছড়িতে কঠোর নজরদারীতে  রেখেছে।  নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ছাড়া আর কোন যানবাহন রাঙামাটিতে প্রবেশ করতে পারছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যানবাহনের চালক  ও হেলফারদেরকে স্বাস্থ্য পরীক্ষায় পড়তে হচ্ছে। কোন ধরনের খারাপ লক্ষণ দেখলেই তাদেরকে আটকে দেয়া হচেছ সেখানেই।

 

অপরদিকে জেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনী ৪টি মোবাইল টিম রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় এলাকায়  টহল  জোরদারসহ নিয়মিত ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে যাচ্ছে।

 

শনিবার রাঙামাটিতে সাপ্তাহিক হাট বার হওয়ায় কিছু সংখ্যাক লোকজন তাদের প্রয়োজনীয় কাজে বাইওে বের হন। তবে যারাই বের হয়েছেন তাদেরকেই পড়তে হয়েছে মোবাইল কোর্টের নজরদারীতে। যারা প্রয়োজন দেখাতে পেরেছে তাদেরকে ছাড় দেয়া হয়েছে। আর যারা প্রয়োজন দেখাতে পারেনি তাদেরকে মোবাইল কোর্টেও আওতায় নিয়ে আসা হয়েছে।  এছাড়া জেলা প্রশাসনের একাধিক টিম পুলিশ সেনাবাহিনী যৌথভাবে শহরের প্রতিটি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং প্রয়োজন ছাড়া বের হওয়া মানুষদের বাড়ি ফিরে যাওয়ার আহবান জানাচ্ছেন।

 

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, শুরুতে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ সবাইয়ের সম্মিলিতভাবে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করেছি। বিদেশ থেকে যারা এসেছেন তাদের ঠিকানা অনুসন্ধান করে হোম কোয়ারেটেন্ট নিশ্চিত করেছি। পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখা,সামাজিক সুরক্ষা,স্বাস্থ্য বিধি মেনে চলাসহ  জনগণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। ্

 

ইন্টারন্যাল ম্যানেজমেন্ট খুব ভালো হওয়ার কারণে আমরা জনগনকে সচেতন করতে সক্ষম হয়েছি উল্লেখ করে তিনি আরো বলেন, জনগণকে জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক  পরিধান, হ্যান্ড গ্লাবস পড়া, ঘন ঘন হাত ধোয়া এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে বলায় এ জেলার অনেকাংশ মানুষ সচেতন হয়েছেন। যার প্রেক্ষিতে এখনো রাঙামাটি জেলাকে করোনা মুক্ত রাখতে পেরেছি। সর্বোপরি প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা  দিয়েছেন তা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ সকলেই মিলে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি  বলে হয়তো এই কারণে রাঙামাটি জেলাটি এখনো করোনা মুক্ত রাখতে পেরেছি।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ