• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি ও খাগড়াছড়িতে ইউপিডিএফের আধাবেলা অবরোধ পালিত                    চার উপজেলায় চেয়ারম্যান পদে জেএসএসের দুজন ও আঃলীগের দুজন প্রার্থী জয়ী                    রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত                    রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্দলীয় স্বতন্ত্র প্রার্থীদের প্রচারনায় ব্যস্ত                    প্রশাসন ও বিচার বিভাগের পক্ষপাতমূলক আচরণে পার্বত্য মানবাধিকার পরিস্থিতিকে সংকটাপন্ন করবে                    রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত                    সাজেকে ট্রাক উল্টে খাদে নিহত ৯, আহত ৬                    বৃহস্পতিবারের ডাকা অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ রাঙামাটি শহর আওতামুক্ত                    দ্রুত কমছে কাপ্তাই হ্রদের পানি,স্বাভাবিকের চেয়ে আট ফুট পানি কম                    বৃহস্পতিবার রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ                    কল্পনা চাকমা অপহরণ মামলার ২৮ বছর পর খারিজ                    পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    
 
ads

প্রভাবশালীর দখলে পানছড়ি বাজার গণশৌচাগারঃ ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ চরমে

নূতন ধন চাকমা, পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2015   Thursday

খাগড়াছড়ির পানছড়ি বাজারে একমাত্র গণশৌচাগার এক প্রভাবশালী ব্যবসায়ীর দখলে নিয়েছেন অভিযোগ পাওয়া গেছে। এতে দুর-দূরান্ত থেকে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

 

খাগড়াছড়ি বাজার ফান্ড সূত্রে জানা যায়, পানছড়ি বাজারে আসা সর্বসাধারনের সুবিধার্থে খাগড়াছড়ি জেলা বাজার ফান্ড থেকে ২০০৪-২০০৫ অর্থ বছরে দেড় লাখ টাকায় দুটি গণ শৌচাগার নির্মাণ  করে দেয়। অভিযোগ রয়েছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরই জৈনক প্রভাবশালী ব্যবসায়ী গণশৌচাগার দু’টি দখল করে রেখেছেন। বর্তমানে বাজারে স্বাস্থ্য সম্মত কোন শৌচাগার না থাকায় প্রকৃতির ডাকে সম্ভ্রম নষ্ট করে অনেকেই খোলা জায়গায় পায়খানা-প্রস্রাব সেরে নিচ্ছেন। এতে এলাকা দুর্গন্ধ ছড়াচ্ছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, গণশৌচাগার দু’পাশে রয়েছে মুরগির দোকান রয়েছে। চারদিকে দুর্গন্ধ আর মশামাছি। অনেকে নাকে রুমাল দিয়ে লোকজন হাটাচলা করছেন। গণশৌচাগারগুলো ব্যবহার না হওয়ায় মুরগি ব্যবসায়ীরা গণশৌচাগার পাশে মুরগি জবাই করছে। 

 

পানছড়ি বাজার ব্যবসায়ী এবি ট্রেডার্স এর স্বত্বধিকারী সুকুমার দে জানান,ক্ষমতার প্রভাব দেখিয়ে দখল করা হয়েছে গণশৌচাগারটি। কেউ এটিকে উদ্ধার করার জন্য এগিয়ে আসছে না। বাজার উন্নয়ন কমিটিকে এ ব্যপারে অনেকবার বলা হয়েছে।

 

ব্যবসায়ী কানু সিকদার বলেন-শৌচাগারটি দখল হওয়া বাজারে প্রতিদিন শতশত মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

 

পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েত আলী জানান,বর্তমান সরকার ক্ষমতায় আসার সাথে সাথে ক্ষমতার প্রভাব দেখিয়ে পানছড়ি বাজারে বিশিষ্ট ব্যবসায়ী  গণশৌচাগার দু’টি দখল করে রেখেছে। বর্তমানে তিনি ওই জায়গার মালিক বলে দাবি করেন। তিনি গণশৌচাগার দু’টির সিপটি টাংকিগুলোও ভরাত করে রেখেছেন।

 

গণশৌচাগারের প্লপটির রেজিঃভূক্ত কাগজপত্র দেখিয়ে ব্যবসায়ী কাজীএনামুল হক  জানান, বাজার ফান্ডের বিধিমোতাবেক ১০ ফুট বাই ৩০ ফুট প্লটটি বাজার ফান্ড আমার নামে ২০০২ সালে নামে বরাদ্ধ দেয়। বিগত চারদলীয় জোট ক্ষমতায় আসার পর ক্ষমতার প্রভাব দেখিয়ে বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েত আলী আমার রেজিঃভূক্ত প্লটের উপর ২০০৪-২০০৫ সালে  গণশৌচাগারটি নির্মাণ করে। সে সময় তাকে পানছড়িতে থাকতে দেয়া হয়নি। তার আত্মীয়-স্বজনদের এ ব্যাপারে কথা না বলার জন্য হুমকি দেওয়া হয়েছে। এ প্লটটি নিয়ে তিনি মামলাও করেছি। রায়ে তিনি প্লটটি বরাদ্দ পেয়েছি। তিনি  চান বিষয়টি সুরাহা হোক।

 

নাম প্রকাশে অনিচ্ছুক বাজার ফান্ডের এক কর্মকর্তা জানান, প্লটটি এখনো খাস রয়েছে। কারো নামে বরাদ্দ দেয়া হয়নি। জৈনক ব্যবসায়ী ক্ষমতার প্রভাব দেখিয়ে দখলে রেখেছেন আর গণশৌচাগারগুলোতে পায়খানা প্রস্রব করলে সাধারণ জনগণকে তিনি নাকি হুমকিও দেন।

 

পানছড়ি বাজার চৌধুরী চাইলা প্রু বলেন, গণশৌচাগার জায়গাটি কারো নামে রেজিঃভূক্ত নয়। প্লটটি এখনো খাস রয়েছে এবং দখলে নেওয়ার হচ্ছে না কেন জানতে চাইলে তিনি কোন জবাব দেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ