বুধবার বান্দরবানে লামা উপজেলায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অর্ন্তবর্তীকালীন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
লামা উপজেলা সদও বাজারের জিরো পয়েন্ট চত্বরে লামা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল গণসংবর্ধনার ও জনসভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়াম্যান ক্য শৈ হ্লা। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে বিশেষ সংবর্ধিত অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বাথোয়াই চিং মার্মা, যুগ্ন সম্পাদক বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক ছাচিং প্রু মার্মা, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ওমর ফারুক, জেলা ছাত্রলীগের সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিক, সম্পাদক তাজুল ইসলাম, যুবলীগ সভাপতি জাহেদ উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি মোঃ তৈয়ব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ প্রমূখ। এসময় পরিষদ সদস্য কাজী মুজিবর রহমান, লক্ষীপদ দাশ, টিং টিং ম্যা মার্মা, ক্যসাপ্রু, থোয়াইচাহ্লা মার্মা, ফিলিপ ত্রিপুরা, কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সিংয়ং ম্রো, জুয়েল বম, ম্রাসা খিয়াং, ক্যচিং চাক, থোয়াইহ্লা মার্মা, জহিরুল ইসলাম, ফাতেমা পারুল। সংবর্ধিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথি পরিষদের চেয়ারম্যানসহ সতস্যরা লামায়পৌছলে র্বস্তরের মানুষের উষ্ণ ভালবাসায় ও ফুলেল শুভেচ্ছা দিয়ে প্রধান বরণ নেন লামাবাসীরা। প্রায় ৫শতাধীক গাড়ী ও বিপুল সংখ্যক মোটর সাইকেল, শতাধিক তোরণ নির্মাণ করে শোভাযাত্রার মধ্য দিয়ে সংবর্ধিতদের বরণ করা হয়। উপজেলার সাতটি ইউনিয়ন সহ পৌরসভার ৯টি ওয়ার্ড ও প্রত্যান্ত দূর্গম অঞ্চল থেকে পাহাড়ী বাঙ্গালী পুরুষ-মহিলা খন্ড খন্ড মিছিলের মধ্য দিয়ে হাজার হাজার লোকজন ক্যশৈহ্লার গণসংবর্ধনায় সভায় যোগ দেয়। গণসংবর্ধনা ঘিরে লামা বাজারের আনাচে কানাচে ব্যানার, ফেস্টুন ও দেয়াল লিখনে ছেয়ে গেছে।
প্রধান সংবর্ধিত অতিথি বক্তব্যে পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, জেলা পরিষদে সদস্য সংখ্যা বৃদ্ধির ফলে কাজের গতি বাড়বে। প্রত্যেক সম্প্রদায়ের প্রতিনিধি থেকে সদস্য নির্বাচিত করা হয়েছে। যার ফলে সম্প্রদায় ভিত্তিক যেমন উন্নতি হবে তেমনি দুর্গম এলাকায়ও উন্নয়নের ছোঁয়া লাগবে। লামাবাসী যে উষ্ণ ভালবাসায় আমাদের ঋণী করেছে জেলা পরিষদ তা মনে রাখবে।
সভাপতির বক্তব্যে লামা উপজেলার রুপকার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর এর উন্নয়নের ছোঁয়া লাগেনি লামা উপজেলায় এমন এলাকা নেই। নতুন করে ক্যশৈহ্লাকে জেলা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত করায় লামা আওয়ামীলীগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। লামা আওয়ামী লীগ আজ সু-সংগঠিত বলে গণসংবর্ধনা সফল করা সম্ভব হয়েছে।
--হিলবি২ি৪/সম্পাদনা/সিআর.