• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2016   Wednesday

বুধবার রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মে মাসের জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ,জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার মোঃ আক্তারুজ্জামান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদসহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।  

 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ বলেন, কাপ্তাই হ্রদে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারী করার পর থেকে নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি পয়েন্টে ক্যাম্প স্থাপন করা হয়েছে। তিনি জেলার ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তালিকা প্রদানের জন্য সিভিল সার্জনকে অনুরোধ জানান। এছাড়া আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

পৌর মেয়র আকবর  হোসেন চৌধুরী বলেন, পৌর শহরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ইতোমধ্যে পৌরসভা কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তা বাস্তবায়নও হচ্ছে। শহরে কিচেন মার্কেট, রাস্তাঘাট মেরামত, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে খালি জায়গায় পর্যটকদের জন্য বিশ্রামাগার নির্মাণ, শহরকে দুর্গন্ধমুক্ত রাখতে রাতের মধ্যে মার্কেট ও বাজারের ময়লা অপসারণসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তিনি এ সকল প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

 

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানান, বর্তমানে শহরের কালী মন্দির-তবলছড়ি সংযোগ সেতুটি নির্মাণাধীন রয়েছে। চলতি বছরের জুনের মধ্যে সেতুটির নির্মাণ সমাপ্ত হওয়ার টার্গেট রয়েছে।

 

বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের প্রতিনিধি জানান, গৃহ নির্মাণের জন্য তার প্রতিষ্ঠান হতে শতকরা ১০ ভাগ সুদে ঋণ প্রদান করা হচ্ছে।

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, বিএ এবং বিএসএস এ ভর্তির জন্য আগামী ২৩জুন পর্যন্ত আবেদন করা যাবে।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে গত ১২ মে থেকে অনির্দিষ্ট সময়ের জন্য হ্রদে সকল প্রকার মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারী করেছে জেলা প্রশাসন।  মঙ্গলবার হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছ শিকার বন্ধকালীন সময়ে অসাধু জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সকলকে সহযোগিতা প্রদানের আহ্বান জানান তিনি।

 

 তিনি  আরো বলেন, কাপ্তাই হ্রদ আমাদের জন্য একটি বড় সম্পদ। এ সম্পদকে কাজে লাগিয়ে আমাদের জেলার উন্নয়ন ঘটাতে হবে। এ জেলার উন্নয়নের স্বার্থে প্রতি মাসে পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভাটি হয় তাই একইদিনে জেলা প্রশাসনে অন্য মিটিং বা সভার তারিখ নির্ধারণ না করার পরামর্শ দেন তিনি। ৬ষ্ঠ ধাপে আগামী ৪জুন জেলার ৪৮টি ইউপিতে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি তিনি সকলকে সহযোগিতা করারও আহ্বান  জানান তিনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ