রাঙামাটির মানিকছড়ির সাপছড়িতে যাত্রীবাহী বাস দূর্ঘটনায় নিহত মামুন ও আলমগীরের দুই পরিবারের সদস্যদের দশ হাজার টাকা করে ২০ হাজার এবং আহত ১২জন দীপক বৈদ্য, কাঞ্চন মিয়া, মোঃ মোবারক, মোঃ মারফত আলী, রাজু শীল, রতন মজুমদার, মুনমুন বড়–য়া, মোঃ শামসুল আলম, মোঃ জসিম, ওয়াসিম, মোকারম ও দীপক দাশকে ৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের মানিকছড়িন সাপছড়ি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দুইজন নিহত ও ১২ জন আহত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.