• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    টাকার বিনিময়ে বিক্রি শিশুটির ঠিকানা হয়েছে সরকারী শিশু সদন পরিবারে                    বিলাইছড়িতে এডিপি’র প্রকল্পের কাজ অসমাপ্ত, একই প্রতিষ্ঠানে একাধিক প্রকল্প গ্রহণের অভিযোগ                    রাবিপ্রবিত চলতি শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম                    সারাদেশে একই রকম শাসন চললেও পাহাড়ে চলছে আলাদা শাসন-উষাতন তালুকদার                    বাঘাইছড়িতে এখনো বেশ কিছু নিম্নাঞ্চর প্লাবিত রয়েছে                    জুড়াছড়িতে অবৈধভাবে প্রবেশে এক ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি                    কাপ্তাই বাঁধে চতুর্থ দফায় ৩ফুট পানি ছাড়া হচ্ছে                    বিলাইছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়ি কলেজে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা                    রাঙামাটিতে বিএনপির বিজয় র‌্যালী                    খাগড়াছড়ি সেনা জোনের মানবিক সহায়তা প্রদান                    খাগড়াছড়িতে বিএনপির বিজয় র‌্যালী                    কাপ্তাই বাঁধে ১৬টি জেলকপাট থেকে আড়াই ফুট পানি ছাড়া হচ্ছে                    কিনা মোহন চাকমা হত্যা মামলায় তিন আসামীর যাবজ্জীবন কারাদন্ড                    বিলাইছড়িতে বিএনপির বিজয় র‌্যালী                    হ্রদের পানি বৃদ্ধিতে এলাকা নিম্নাঞ্চল প্লাবিত, বাঘাইছড়িতে পানি বন্দি দুই হাজার                    রাজস্থলীতে জেলা পরিষদ চেয়ারম্যানের উন্নয়ন প্রকল্পের পরিদর্শন ও উদ্বোধন                    রাবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপিত                    বিলাইছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন                    খুলে দেয়া হলো কাপ্তাই বাধেঁর সকল জলকপাট                    
 
ads

বিলাইছড়িতে বিএনপির বিজয় র‌্যালী

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2025   Wednesday

জুলাই- আগস্ট গণ-অভ্যুত্থান প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বুধবার বিলাইছড়িতে  বিএনপি বিজয় র‌্যালী করেছে।  
উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির। উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সভাপতি মো.শহীদুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন,  বিএনপির সহ সভাপতি মো. আব্দুল বারেক খাঁ,  উপদেষ্টা মণ্ডলীর সদস্য অমর জীব চাকমা, উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, যুবদলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু), কৃষক দলের সাধারণ সম্পাদক ভিএল পাংখোয়া, জাসাস দলের সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম, কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি`র সভাপতি কবীর হোসেন, উপজেলা সেচ্ছসেবক দলের সভাপতি মো. আল মামুন, উপজেলা মহিলা দলের সভাপতি দেলোয়ারা বেগম, বিলাইছড়ি ইউনিয়ন শাখার যুবদলের সভাপতি মো.অলি আহমেদ, ফারুয়া ইউনিয়নের বিএনপি`র সাধারণ সম্পাদক খুশি বাবু তঞ্চঙ্গ্যা,কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো.মনির, ফারুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি যতীন তঞ্চঙ্গ্যা। আলোচনা সভার শুরুর আগে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাশেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ ও জুলাই অভ্যুত্থানে নিহতদের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করা হয়।
এর আগে হাসপাতাল  ঘাট থেকে বাজার  হয়ে  ধূপ্যাচর পযর্ন্ত গিয়ে পরে  উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ করা হয়। এসময় মিছিলে  উপজেলা বিএনপি’র সহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠনের  শত শত  নেতা ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ