সোমবার (১ সেপ্টেম্বর) বিলাইছড়িতে তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্য়ক্রমের অংশ হিসেবে তারণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ধুপ্যাচর যুব সংঘ ক্লাবে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অদা) নাজমুল হাসান।
কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি প্রেসক্লাব এর সভাপতি পুষ্প মোহন চাকমা, ইউপি সদস্য রিতা চাকমা প্রমূখ। সমাবেশে একটি স্বল্প দৈর্ঘ্য ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সমাবেশে বক্তারা বাল্যবিবাহ ও সামাজিক বৈষম্য বিষয়ে তুলে ধরেন। এছাড়া সমাজসেবার সেবাসমূহ এবং সাম্প্রতিক টাইফয়েড টিকা গ্রহণ ও নিবন্ধন বিষয়ে তথ্য শেয়ার করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.