বান্দরবানের সনাতনী যুব পরিষদের উদ্যোগে দূর্গা পূজা উপলক্ষে অয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
রোববার বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ।দেবাশীষ পাল দেবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান পৌর মেয়র জাবেদ রেজা ও সংগঠনের সভাপতি কৌশিক দাশ প্রমুখ। অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে দুর্গা পূজা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পয়ত্রিশ জনকে বিশেষ পুরস্কার প্রদান করেন অথিতিরা ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.