আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রোয়াংছড়ি উপজেলায় মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর আলী,ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, হ্লাছোহ্রী মারমা। এসময় উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারি ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যাালীটি উপজেলার চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.