• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
হত্যা, চাঁদাবাজি, হামলার প্রতিবাদে রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে                    ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    
 
ads

বান্দরবানে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাথে সাংবাদিকদের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2017   Monday

সোমবার বান্দরবানে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাথে সাংবাদিকদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বান্দরবান সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসাইনের সঞ্চালনায়  বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সভাপতি ও বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার বনিক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের সহ- সভাপতি প্রফেসর নিখিল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক  এস.এম. ফিরোজ আহমদ,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জিল্লুর রহমান , অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক  বিজয় ভৌমিক,হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক  মোহাম্মদ এনামুল হাই,উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী  অধ্যাপক  অনুপ কুমার বড়ুয়া,ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক  আবুল কাসেম,সহকারী অধ্যাপক সন্তোষ কুমার দে,মোহাম্মদ নাজরুল ইসলাম,প্রভাষক মুহাম্মদ সাইফুর রহমান চৌধুরী,মেহেদী হাসান ,উত্তম মহাজন,মো. মাইন উদ্দিন,স্বপন বিকাশ তঞ্চঙ্গ্যা,মো,খাইরুল আমিন মুন্সি,সুজন কান্তি বডুয়া,জান্নাতুল মাওয়া,মো. রাশেদুল ইসলাম প্রমূখ।

 

এসময় বক্তারা বলেন“২০১০ সনে জাতীয় শিক্ষানীতি প্রণীত হলেও ,শিক্ষানীতিতে সুস্পষ্ট নিদের্শনা থাকার পর ও র্দীঘ প্রায় ৭ বছরেও জাতীয়করণের সাথে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের জন্য স্বতন্ত্র চাকরি বিধিমালা  প্রণীত হয়নি । এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে তাদের চাকরি সরকারি হোক এবং সর্বোচ্চ বেতন-ভাতাসহ সব রকমের সুযোগ সুবিধা তারা ভোগকরুক কিন্তু তাদের কোনোভাবেই ক্যাডারভূক্ত করা যাবে না। প্রঅয় ১৫ হাজার ক্যাডারভূক্ত শিক্ষকের মর্যদার উপর ৩১৫ টি কলেজ প্রায় ২০ হাজার বেসরকারি শিক্ষকের চেপে বসার আশঙ্কায় দেশের সকল সরকারি কলেজ ও শিক্ষা ক্যাডার সংশ্লিষ্ট  অণ্যান্য দপ্তরে এখন তীব্র অসন্তোষ বিরাজ করছে ।

 

বেআইনি  ও বিধিবর্হিভূক্তভাবে তাদের ক্যাডারভূক্ত করলে  বিসিএস শিক্ষা ক্যাডারের  বেশিরভাগ কর্মকর্তা তাদেঁর জ্যেষ্ঠতা হারাবেন। পরবর্তী বিসিএস পরীক্ষার মাধ্যমে যেমন মেধাবীরা  প্রতিযোগিতার  মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদানে করবেন তারা যে কোনভাবেই পদোন্নতি পাবেন না তা সহজেই অনুমেয়। এসময় বক্তারা আরো বলেন এই বিষয়টি নিয়ে দ্রুত কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষে ১৫ হাজার সদস্যকে সাথে নিয়ে লাগাতার কর্মবিরতিসহ  নানা রকম কঠোর কর্মসুচি প্রাদান হবে।

 

এসময় বিসিএস শিক্ষকরা সরকারের কাছে ৩ টি দাবী পেশ করেন। সেগুলো হল বেসরকারি কলেজ জাতয়িকরণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুশাসন (জাতীয়করণের আওতাভুক্ত কলেজ সমূহের শিক্ষকবৃন্দের চাকরি বদলিযোগ্য হবে না; তাঁদের চাকরি স্ব স্ব কলেজেই সুনির্দিষ্ট হবে) , বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভূক্ত শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষায় বেসরকারি কলেজ  জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়ন ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি-২০১০এ বর্ণিত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের ক্যাডার বর্হিভূত রেখে তাদের নিয়োগ,পদায়ন,জ্যেষ্ঠতা,পদোন্নতি,পরিচালনা ও চাকরির জন্য স্বতন্ত্র বিধিমালা প্রণায়ন করা হবে।

 

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সকল পাশ্ব-প্রবেশ (প্রদর্শকের পদোন্নতি ,১০% নিয়োগ,প্রজেক্ট এর কর্মকর্তাদের শিক্ষা ক্যাডারে অন্তভূক্ত ইত্যাদি)বন্ধ করতে হবে বলে দাবী রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ