• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    পাহাড়ে হাতি ও মানুষরে দ্বন্দ্ব কমছে                    রাঙামাটিতে ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে                    শিশুর যৌন নির্যাতনকারী দাদুকে আটক করেছে পুলিশ                    
 
ads

ঢাকায় সাংস্কৃতিক বৈচিত্র উৎসবের আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2017   Friday

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে শুক্রবার ঢাকায় সাংস্কৃতিক বৈচিত্র উৎসবের আয়োজন করা হয়।

 

”চেতনায় অবিরাম শেকড়ের টান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয় প্রাঙ্গনে ”জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মহোদয়। সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব -২০১৭ এর আয়োজন কমিটির আহবায়ক মংটিন মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের সম্মানিত প্রাধ্যক্ষ অধ্যাপক ড: অসীম সরকার, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং জুম লিটারেচার ইয়ং সোসাইটির সাবেক সভাপতি হিরনমিত্র চাকমা।


এর আগে প্রথম পর্র্বে উৎসব আয়োজন কমিটির যুগ্ম সদস্যসচিব অমরশান্তি চাকমার পরিচালনায় যুগ্ম আহবায়ক জয়বর্ধন চাকমার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষায় উপস্থিত বক্তৃতা ও বিতর্ক এবং বাংলা ভাষায় বিতর্ক অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য রাখেন উৎসব আয়োজন কমিটির যুগ্ম আহবায়ক রক্তিম চাকমা। মাতৃভাষায় বক্তৃতা ও বিতর্কের পাশাপাশি ”এক টুকরো পার্বত্য চট্টগ্রাম” শিরোনামে চলে ফটোগ্রাফী প্রদর্শনী। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পেশাদার-অপেশাদার ফটোগ্রাফ নিয়ে এই আয়োজনের মধ্য দিয়ে ফুটে উঠে পার্বত্য চট্টগ্রামের বৈচিত্রময় সংস্কৃতি ও প্রাণ-প্রকৃতির অপূর্ব উপস্থাপণ। বর্ণমালা প্রদর্শনী’র আয়োজন দেশের বিভিন্ন ভাষার বর্ণমালা।


আলোচনাসভার পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ”জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটি, ঢাকা বিশ^বিদ্যালয়ের” সাংস্কৃতিক কর্মীরা প্রয়াস রাখেন পার্বত্য চট্টগ্রামের বৈচিত্রময় ভাষা, সাহিত্য, শিল্প ও সংস্কৃতির এক মনোমুগ্ধকর পরিবশেনা। পরে রাত ৮ থেকে ১০ টা পর্যন্ত চলে তথ্যচিত্র ও চলচিত্র প্রদর্শনীর আয়োজন। পরে এডিট দেওয়ানকে সভাপতি ও জুলিয়ান বম কে সাধারণ সম্পাদক এবং নিশৈ মং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে আগামী একবছরের জন্য ৩৬ সদস্যবিশিষ্ট “জুম লিটারেচার এন্ড কালচারাল, সোসাইটি, ঢাকা বিশ^বিদ্যালয়” এর কমিটি ঘোষণা করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিতভাবে শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাবে ”জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটি, ঢাকা বিশ^বিদ্যালয়।


প্রধান অতিথি ছিলেন আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়–য়া আদিবাসী পাহাড়ী ছাত্রদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উদ্যোগগুলো প্রশংসামূলক। ঢাকা বিশ^বিদ্যালয় সবসময় আদিবাসী শিক্ষার্থীদের কার্যক্রমগুলোর সাথে একাত্মতা পোষণ করেন। অসাম্প্রদায়িক চেতনায় বিশ^াসী ঢাকা বিশ^বিদ্যালয় অতীতের ন্যায় ভবিষ্যতেও পাহাড়ী শিক্ষার্থীদের বিভিন্ন ন্যায় দাবীর প্রতি সদয় থাকবে বলেও অঙ্গিকার ব্যক্ত করেন।


বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. অসীম সরকার বলেন, পাহাড়ী ছাত্রদের মধ্যে পারস্পারিক ভ্রাতৃত্ববোধের চেতনাটা অত্যন্ত প্রবল। জগন্নাথ হল সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ^াসী। তিনি পড়াশুনা এবং সহশিক্ষামূলক কার্যক্রমে জগন্নাথ হলে বসবাসরত পাহাড়ী ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পাহাড়ী শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমে দক্ষতার কারণে জগন্নাথ হল একটি পূর্ণাঙ্গ হলে পরিণত হয়েছে। তিনি আদিবাসী শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক প্রতিটি কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করে এবং অনুষ্ঠানের সাথে পূর্ণ সংহতি জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন।


সঞ্জীব দ্রং বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের স্বকীয় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। সাংস্কৃতিক বৈচিত্র্যতা এবং বহুত্ববাদের উপড় দাঁড়িয়ে বাংলাদেশ বিশে^র বুকে মাথা উচু করে দাঁড়াতে পারে। তিনি জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটি, ঢাকা বিশ^বিদ্যালয়ের এ উদ্যোগ ভবিষ্যতে চলমান রাখার জন্য সবসময় পাশে থাকবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ