বৃষ্টিপাতে কাচালং ও মাচলং নদী বেড়ে যাওয়ায় পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ি উপজেলা সদরে বেশ কিছু নিচু এলাকা তলিয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে। তবে এখনো উপজেলা সদরের বেশী কিছু এলাকা পানির নিচে রয়েছে।
জানা যায়, টানা বৃষ্টি হওয়ায় কাচালং ও মাচলং নদীর পানি বেড়ে যাওয়ায় পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ি উপজেলা সদরে বেশ কিছু নিচু এলাকা তলিয়ে যায়। এতে পাঁচ থেকে ছয়টি সড়ক ও দেড় শতাধিক বাড়িঘরে পানিতে তলিয়ে যায়। বুধবার রাতে চারটি আশ্রয়কেন্দ্রে দেড় শতাধিক মানুষ আশ্রয় নেন। তবে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা সদর-মাস্টারপাড়া, উপজেলা সদর-মধ্যমপাড়া, সদর মুসলিম ব্লক, সদর বটতলী ও পোষ্ট অফিস সড়ক থেকে পানি সরে গেছে। সরে যাওয়া সড়কে যানচলাচল ও আসা-যাওয়া স্বাভাবিক হয়েছে। তবে এখনো বটতলী-উগলছড়ি, সদর-বাবুপাড়া, সদর দুরছড়ি ও বায়তুল সড়ক পানির নিচে রয়েছে। এসব সড়কে ধরণের যানচলাচল বন্ধ রয়েছে।
বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তার জানান, উপজেলার সদরে পানিতে তলিয়ে বেশ কিছু এলাকা থেকে চার থেকে পাঁচটি আশ্রয়কেন্দ্রে অন্তত দেড় শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। তবে বৃহস্পতিবার সকাল থেকে ডুবে যাওয়া কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না হলে পানি সরে যাবে আশা করছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.