বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় জেলা প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেনীর এক ছাত্রীর বাল্য বিয়ে ঠেকানো সম্ভব হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা যায়, বান্দরবান শহরের বালাঘাটা গোদার পাড় নামক এলাকার একটি বিদ্যালয়ের ৮ম শ্রেনীর এক ছাত্রীর সাথে একই এলাকার একই এলাকার ফার্নিচার দোকানের কর্মচারী আবদুল হাকিমের ছেলে কামাল হোসেন(২০)এর সাথে দীর্ঘ দিন ধরে মন দেয়া নেয়া চলে আসছিল। তাদের বিয়ে না দিলে দুই জনই একসাথে আতœ হত্যা করার হুমকি দেয় পরিবারকে। ফলে উভয়ের পরিবার বর্গ সামাজিকভাবে বিয়ের আয়োজন করলে ঘটনাটি এলাকার জনগন জেলা প্রশাসনকে জানায়।
খবর পাওয়ার পর শনিবার বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী স্কুল ছাত্রী ও ছেলে ও তাদের পরিবারকে ডেকে মতামত নিয়ে বাল্য বন্ধ করে দেন এবং স্কুল ছাত্রীটির লেখাপড়ার পর বিয়ের বয়স হলে তারা উভয়ের মতামতের ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে বলে আশ্বস্ত করেন। পাশাপাশি স্কুল ছাত্রীর লেখাপড়ার খরচ হিসেবে প্রতিমাসে দুই হাজার টাকা করে বৃত্তি দেয়ারও ঘোষনা দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.