দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার, সংরক্ষন ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে।
১৮ আগষ্ট জেলা প্রশাসনের এক মতবিনিময় সভায় এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
জানা গেছে, শুক্রবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার, সংরক্ষন ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়। তবে কাপ্তাই হ্রদের ৫টি অভয়াশ্রমে মাছ শিকার যাবে না।সেগুলো হল, হ্রদের ফিসারী ঘাটর সংলগ্ন স্থান, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার সংলগ্ন ঘাট এলাকা, জেলা প্রশাসক বাংলো সংলগ্ন এলাকা,নানিয়ারচর উপজেলার ছয়কুড়ি বিল এলাকা এবং রাঙামাটি রাজ বন বিহার সংলগ্ন এলাকা।
উল্লেখ্য, ১৮ মে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে হ্রদে সকল প্রকার মৎস্য আহরণ ও পরিবহন উপর নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.