সোমবার বান্দরবানে বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী। বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্পনা বৈদ্য, স্থনীয় সরকার বিভাগ উপ-পরিচাল মোঃ নুরুল্লাহ নুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। এছাড়াও সাংবাদিকসহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্যা সদস্যবৃন্দ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিবাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আজ-কাল শহর কিংবা গ্রাম গঞ্জে পুর্বের তুলনাই বাল্য বিবাহ অনেকটা প্রতিরোধ করা সম্ভব হয়ে। সমাজে বাল্য বিবাহ এখনো পুরোপুরি বন্ধ যায়নি,তার জন্য আমাদেরকে আরও সচেতন হয়ে গুরুত্বর্পুণ ভুমিকা রাখতে হবে, আমাদের সকলের সম্মেলিত প্রচষ্টায় এই সামাজিক ব্যাধিকে বন্ধ করা সম্ভব হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.