খাগড়াছড়ির দুর্গম প্রত্যন্ত অঞ্চলে গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার লক্ষে মঙ্গলবার থেকে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
বনৌক আবাসিক ট্রেনিং সেন্টারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও সিএইচটিডিএফ-ইউএনডিপি’র যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ^র ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার। খাগড়াছড়ি জেলা পরিষদের জেলা সক্ষমতা উন্নয়ন কর্মকর্তা অনন্ত ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ^র ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার, ইউএনডিপির খাগড়াছড়ি জেলা গভারনেন্স অফিসার সুভাষ দত্ত চাকমা, জেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ শেখ আব্দুল মান্নান প্রমূখ।
এ প্রশিক্ষন কোর্সে খাগড়াছড়ি জেলার প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে ৩৫জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছেন। ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ রয়েছেন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ শেখ আব্দুল মান্নান,দীঘিনালা উপজেলার পশু সম্পদ কর্মকর্তা ডাঃ জওহর লাল চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, মহালছড়ি পশু সম্পদ কর্মকর্তা ডাঃ তুষার কান্তি চাকমা।
প্রধান অতিথি খগেশ^র ত্রিপুরা বলেন, খাগড়াছড়ির প্রতিটি ইউনিয়নের দুগর্ম প্রত্যন্ত অঞ্চলের গবাদিপশুর চিকিৎসা দিতে খাগড়াছড়ি জেলার প্রতিটি ইউনিয়ন থেকে বেকার যুবককে একজন করে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তিনি পার্বত্য শান্তি চুক্তির কারণে এ আজ এসব করতে পারছি ও এ সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য দেশরত্ম জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খাগড়াছড়ি জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.