বুধবার বান্দরবান সদর উপজেলার মাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।
সদর উপজেলা অফিস মিলনায়তনের হল রুমে সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার বেগম অর্পা বৈদ্য,বান্দরবান সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ জামাল উদ্দীন চৌধুরী,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াই চিং প্রু মারমা।
এছাড়াও উপস্থিত ছিলেন,সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোঃ মন্জেল হোসেন,সদর উপজেলা ইউএনডিপি প্রতিনিধি রুপশ্রী নেওয়াজ,কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা,রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যা শং সুই মারমা, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাংলাই ম্রো,রেইছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সা চ প্রু মারমা(সাবু),টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পূর্ণচন্দ্র ম্রো, উপজেলা চেয়াম্যানের একান্ত সচিব মোঃ হেলাল উদ্দীন,ছোটন কান্তি দাশ,মোঃ মোস্তাকসহ বিভিন্ন বিভাগের উপজেলা কার্মকর্তা-কর্মচারী ও এনজিও কর্মকর্তারা।
সভায় সদর উপজেলা প্রথমিক শিক্ষা বিভাগ,মাধ্যমিক বিভাগ,শিক্ষা প্রকৌশল বিভাগ,স্বাস্থ্য বিভাগ,জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ,পরিবার-পরিকল্পনা বিভাগ,সমায় বিভাগ,সমাজ-সেবা বিভাগ,খাদ্য নিরাপত্তা বিভাগে,স্থানীয় সরকার বিভাগ,বন বিভাগসহ অন্যান্য বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা স্ব-স্ব বিভাগর কাজের অগ্রিগতি তুলে ধরেন।
সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বলেন,বান্দরবানে সদর উপজেলা পরিষদের একক কোন আয়ের উৎস নেয়,অন্যান্য উপজেলায় হাট-বাজার থেকে উপজেলার আয় হয়। কিন্তু বান্দরবান সদর উপজেলায় সে সুযোগ নেই। যার কারনে আমরা জনগনের অনেক আবদার চাহিদা পুরণ করতে পারি না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর