বান্দরবানের আলীকদমে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার আর্ন্তজাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাইংথপ ম্রো। বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল শিখা প্রকল্পের মংছিংপ্রু সঞ্চালনায় আলীকদম উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ সভাপতিত্বের বিশেষ অতিথি ছিলেন উপজেলা থানা অফিসার্স ইনর্চাজ আপ্পেল্লা রাজু নাহা, গ্রীন হিল-সিএলএস-শিখা প্রকল্পের আইনজীবী আহমেদ তাসনিম আলম, এলাকা সমন্বয়কারী কুশল চাকমা, এস আই খাইরুল ওয়ারা রবিন।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি আলীকদম উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তন চত্বরে গিয়ে শেষ হয়।
অলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে লন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান কাইংথপ ম্রো বলেন, নারীর প্রতি সহিংসতায় শুধু নারী সচেতন হলে হবে না, নারীর পাশাপাশি সমাজে পুরুষকেও সচেতন হতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.