বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিষ্ট্রেট বৈশাখী বড়ুয়া, পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা’সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা ।
সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জেলার প্রতিটি স্তরে সুষম ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণের সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে শহরের গুরুত্বপূর্ণ এলাকা তবলছড়ি বাজারের সেতুটি পুনঃর্নিমাণের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন কাপ্তাই হ্রদের কচুরীপানা সমস্যা নিরসনে মৎস্য বিভাগ সহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলোর সাথে পরামর্শ করে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
অন্যদিকে মাসিক সমন্বয় উপস্থিত রাঙামাটি সরকারী কলেজের প্রতিনিধি জানান নতুন ৩টি বিষয়ে অনার্স চালু করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হতে পাওয়া গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/এনঅার.