শুক্রবার বান্দরবান জেলা জজ আদালতের জামে মসজিদ ভবনের উদ্বোধন করা হয়েছে।
জামে মসজিদ ভরনের উদ্ধোধন করেন জেলা ও দায়রা জজ শফিকুর রহমান। এসময় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মিল্লাত হোসেন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাবেক জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী জানিয়েছেন মসজিদটি সম্প্রসারনের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আপাততঃ ১৫লাখ টাকার টেন্ডার আহবান করেছে। আগামী অর্থসালে আরো বরাদ্দ দেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.