তিন দফা দাবীসোমবার বান্দরবানের ইউপি সচিবরা অবস্থান ধর্মঘট পালন করেছন।
বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিন ব্যাপী এ অবস্থান ধর্মঘট পালিত হয়। বান্দরবান জেলা ইউনিয়ন পরিষদ সচিবদের সংগঠন সচিব সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন সংগঠনের সহ সভাপতি বৌধি সত্ত বড়ুয়া, সাধারন সম্পাদক লিটন পাল, মোঃ মুছা, এরাদুল হক, ক্যামংহ্লা মার্মা প্রমুখ।
বক্তারা সারা বাংলাদেশে ইউপি সচিবদের পদবী পরিবর্তন এবং বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীত করন, বেতন বোনাস আনু তোষিক ল্যাম গ্রান্ট শান্তি বিনোদন ভাতা সহ শত ভাগ অর্থ সরকারী কোষাগার থেকে প্রদান, এবং ইউনিয়ান সচিবদের পারিবারিক পেনশন সুবিধা প্রদানের দাবী জানান।
বক্তারা আগামী ৮ মার্চের পুর্বে তাদের এসব দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.