মঙ্গলবার রাঙামাটির কাপ্তাইয়ে ডিজিএফআই’র ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
কাপ্তাইয়ের প্রজেক্টস্থ ডিজিএফআই’র কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই বানৌজা মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এ এইচ এম আফজালুল হক।
অনুষ্ঠানে কাপ্তাই শাখার ডিজিএফআই এর অধিনায়ক উবাইদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ওয়াগ্গাছড়া বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল উদ্দিন পাঠান পিএসসি, ১০ বেঙ্গল অধিনায়ক লেঃ কর্ণেল রাইসুল ইসলাম পিএসসি, বিলাইছড়ি ৫ বেঙ্গল অধিনায়ক লেঃ কর্ণেল ইমতিয়াজ আহমেদ পিএসসি, জীবতলী বেঙ্গল এর অধিনায়ক সৈয়দ উবাইদুল্লাহহিল সাফি, জুরাছড়ি বেঙ্গল অধিনায়ক মেজবাউল ইসলাম খান পিএসসি, ওয়াগ্গাছড়া বিজিবি’র টুআইসি মেজর মোস্তফা কামাল পাশা, এএসসিইউ রাঙামাটির মেজর সফিকুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সাহাবুদ্দিন আজাদ প্রমুখ। এসময় বিভিন্ন সামরিক, বেসামরিক কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.