আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিলের সহযোগিতায় আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার মো. ইলিয়াছ সভাপতিত্বের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ আপ্পেল্লা রাজু নাহা, মৎস কর্মকর্তা গোলাম মুর্তুজা, বিআরডিবি কর্মকর্তা কল্লোল কুমার সেন, একটি খামার একটি বাড়ি কর্মকর্তা আব্দুল মান্নান, নারী নেত্রী ব্যারী মার্মা, গ্রীন হিল শিখা প্রকল্পের এলাকা সমন্বয়কারী কুশল চাকমা।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে নারী-পুরুষ সম-অধিকার নিশ্চিত করাসহ নারী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন এর নেতৃত্বে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.