বান্দরবান সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি ওয়াইচিং প্রুর সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুহালং ইউনিয়ান পরিষদের মহিলা সদস্য প্রুমেচিং মার্মা, সুয়ালক ইউনিয়ানের মহিলা সদস্য মাসা থুই মার্মা, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জোহরা বেগম চৌধুরী প্রমুখ। সকালে র্যালীটি বান্দরবান সদর উপজেলা পরিষদ থেকে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.