বুধবার রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নে ৮০ লাখ টাকার ৫ টি উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়েছে।
পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়ন কাজের উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াচিং মং মারমা, জেলা আ’লীগ শ্রমবিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, আ’লীগ নেতা মাকসুদুর রহমান মুক্তার, মোঃ ইলিয়াছ মিয়া, কামরুল ইসলাম, চিরঞ্জিত তনচংগ্যা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, বিপ্লব মারমা প্রমুখ।
প্রকল্পগুলো হল, কয়লার-চান্দিমা সিনেমা হল পর্যন্ত সড়ক নির্মাণ, কেআরসি স্কুল বাউন্ডারী নির্মাণ, কয়লার ডিপো জামে মসজিদের সংস্কার কাজ, কয়লার ডিপো শ্বশান ঘাট নির্মাণ ও মিতিঙ্গাছড়ি সড়ক ও ধারক দেয়াল নির্মাণ কাজ। রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে এসব কাজ করা হচ্ছে।
পরে দীপংকর তালুকদার কেআরসি স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেপিএমের এমডি প্রকৌশলী মোসাব্বেরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, মিলের জিএম (প্রশাসন) মোঃ আনোয়ার হোসেন, নিরাপত্তা কর্মকর্তা, সাহাবুদ্দিন আজাদ সহ বিভাগীয় কর্মকর্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.