সোমবার বান্দরবানে দ্বিতীয় লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক।
অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ আতিথি ছিলেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। কর্মশালায় জেলার সকল ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান, ,ওয়ার্ড মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা ওয়ার্ড মেম্বার. সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা , ইউপি’র সচিব, সংবাদ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্থানীয় সরকার সংস্থা সমুহকে শক্তিশালী করার মাধ্যমে প্রামীন অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন সেক্টরে সরকার গ্ররুত্বপুর্ণ ভুমিকা পালন করছে। এলজিএসপি-২এর মাধ্যমে স্থানীয় সরকার সমুহ খুবদ্রুত এবং অতি সহজেই এলাকার জনগনের বিভিন্ন চাহিদা পুরন করতে সক্ষম হচ্ছে। সরকারের ক্ষমতা বিকিন্দ্র করনে আরো একটি উদাহারন।
তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদ বাংলাদেশে একটি তৃনমুল পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান,বাংলাদেশের গ্রামীণ জনপদের উন্নয়নে সাধারন মানুষের খুব কাছের স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ জনগনের আস্থা অর্জন করেছে ।
তিনি জনসাধারনের দোরগোড়ায় সেবাসেবা পৌঁছে দেয়ার লক্ষে সরকার ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার লক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে বলে উল্লেখ করে সরকারের এসব প্রকল্প বাস্তবায়নে সকলকে লোকাল গভর্নেন্স সংস্থাকে সহযোগিতার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.