• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলোর সংবর্ধনা                    সাজেক পর্যটনে অগ্নিকান্ডে ঘটনার ছয় মাস পর কটেজ-রিসোর্ট স্থাপনা নির্মাণে লাইন্সে প্রদান                    কাউখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত দিনমজুরকে নতুন ঘর দিল সেনাবাহিনী                    খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের মগপার্টির সশস্ত্র বিভাগের প্রধান নিহত                    রাঙামাটিতে পর্যটন স্পটে যত্রতত্র প্লাস্টিক বোতল,ফুটপাত দখল দুঃখজনক-জেলা প্রশাসক                    রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে কারবারি সম্মেলন অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত                    কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ                    রাঙামাটিতে মহিলা অধিদপ্তরের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    কাউখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড                    বিলাইছড়িতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে সংলাপ অনুষ্ঠিত                    বিলাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা                    শুধু মুখের কথা ও কাগজে লেখা নয় বাস্তবে অন্তর্ভূক্তিমূলক দেখতে চাই -সন্তু লারমা                    রাঙামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    টাকার বিনিময়ে বিক্রি শিশুটির ঠিকানা হয়েছে সরকারী শিশু সদন পরিবারে                    বিলাইছড়িতে এডিপি’র প্রকল্পের কাজ অসমাপ্ত, একই প্রতিষ্ঠানে একাধিক প্রকল্প গ্রহণের অভিযোগ                    
 
ads

থানচির দুর্গম এলাকায় ম্যালেরিয়া ও টাইফয়েডের আকার প্রকট

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2014   Tuesday

পার্বত্য বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় ম্যালেরিয়া ও টাইফয়েডের প্রকট আকার ধারন করেছে। জনপ্রতিনিধির দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ দিনে শুধুমাত্র থানচি উপজেলা সদর, রেমাক্রি ও তিন্দু ইউনিয়নে ম্যালেরিয়া ও টাইফয়েডে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে স্বাস্থ্য বিভাগ ও সরকারি কর্মকর্তারা এতজনের মৃত্যুর বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

এদিকে স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের কর্মকর্তারা গত রোববার ও সোমবার দুই দিনে দুই শিশুর ম্যালেরিয়ায় (সেরিব্রাল ম্যালেরিয়া) মৃত্যু হয়েছে নিশ্চিত করেছেন। থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো চিকিৎসক না থাকায় রোগীরা চিকিৎসাসেবা পাচ্ছেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি, বেরকারী উন্নয়ন সংস্থাসহ একাধিক সূত্র মতে, থানচির দুর্গম এলাকা রেমাক্রি ও তিন্দু এলাকায় বিজ্ঞান সম্মত কোনো চিকিৎসা সেবা নেই। মানুষেরা ওজা, বৈদ্য ও কবিরাজের উপর নির্ভরশীল। যাতায়াত ব্যবস্থা দুগর্ম হওয়ায় স্থানীয় গরীব অসহায় লোকজন সহজে স্বাস্থ্য কেন্দ্র মুখি হতে চায় না। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র অবদি নিয়ে আসতেই পথে রোগীর মৃত্যু ঘটে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পাওয়ায় ম্যালেরিয়া ও টাইফয়েড রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে ওইসব এলাকায়। হঠাৎ করে ম্যালেরিয়া ও টাইফয়েডের প্রার্দুভাব দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। গত বছরের তুলনায় এই বছর ম্যালেরিয়া রোগীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। কি কারণে ম্যালেরিয়া রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে সিভিল সার্জন ও ব্র্যাক জানিয়েছে।

ব্র্যাক অফিস সূত্র জানিয়েছে, সাত উপজেলায় গত ৪০ দিনে তাদের কাছে চিকিৎসা নিতে এসে ১৮শ ৮৭ জনের কাছে ম্যালেরিয়া পজেটিভ ধরা পড়েছে। অন্যদিকে শুধুমাত্র থানচি উপজেলায় ম্যালেরিয়া পজেটিভ ধরা পড়েছে ৭শ ৬১ জনের। এদের বেশিরভাগকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় জানায়, প্রতি বছর মে, জুন ও জুলাই এই তিন মাস ম্যালেরিয়া প্রকোপ বেশি দেখা যায়। গত জুন মাস পর্যন্ত পুরো জেলায় প্রায় আড়াই হাজার জনের কাছে ম্যালেরিয়া রোগ সনাক্ত করা হয়েছে। এদের সবাইকে সেবা দেওয়া হয়েছে। ব্র্যাক ও সরকারি স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও রোগীরা ক্লিনিক ও ফার্মেসিগুলোতে ম্যালেরিয়া চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এই কারণে ব্র্যাক ও সরকারি তথ্যের বাইরেও আরো বেশি সংখ্যক ম্যালেরিয়া রোগী থাকার সম্ভাবনার কথা জানান কর্মকর্তারা।

এদিকে সূত্র জানায়, রেমাক্রি ও তিন্দু ইউনিয়নে ম্যালেরিয়া ও টাইফয়েড রোগীর সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত কোনো মেডিকেল টিম ওই এলাকায় না পৌছানোর কারনে লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সঠিক চিকিৎসা না পাওয়া গেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন। অন্যদিকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসকও নেই। চিকিৎসক ছাড়াই তিনমাস ধরে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি।

ব্র্যাকের বান্দরবান জেলা ম্যানেজার শামীম গাজী বলেন, ২০১১ সালে ব্র্যাকের মশারী বিতরণ করা হয়। বিতরণ করা মশারীর মেয়াদ রয়েছে তিন বছর। মশারীর কার্যকারীতা কমে যাওয়া, সচেতনতার অভাব এবং মাঝে মধ্যে বৃষ্টি ও রোদের কারণে মশার সংখ্যা বেড়ে যাওয়ায় ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়েছে বলে তিনি মনে করছেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্রাউল হাসান বলেন, রোববার ও সোমবার এই দুইদিনে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে দুই শিশু মারা যাওয়ার খবর পেয়েছেন। তবে ১২জন মারা গিয়েছে এমন তথ্য তার কাছে নেই বলে জানান।  তিনি আরও বলেন, গত দুই মাস আগে থেকেই থানচি এলাকায় ম্যালেরিয়া ও টাইফয়েডের প্রার্দুভাব দেখা দিয়েছে। সদর এলাকায় এর প্রার্দুভাব কমানো গেলেও দুর্গম রেমাক্রি ও তিন্দু এলাকায় রয়ে গেছে। দুর্গম হওয়ার কারণে এবং চিকিৎসক না থাকায় কোনো মেডিকেল টিম পাঠানো সম্ভব হচ্ছে না। ওই এলাকায় বিশুদ্ধ পানির সংকট রয়েছে। সংকট সমাধানে বেসরকারি সংস্থাগুলো কাজ করে যাচ্ছে।

থানচি উপজেলা পরিষদ চেয়রম্যান ক্যহ্লাচিং মার্মা, ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বলেন, সদর, রেমাক্রি ও তিন্দু ইউনিয়নে গত ৩০ দিনে ম্যালেরিয়া ও  টাইফয়েডে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এরা হলো, উথোয়াইচিং মারমা (৫) ও চহ্লাপ্রু মারমা (৯)।

সিভিল সার্জন মং তে ঝ রাখাই থানচি উপজেলায় চিকিৎসক না থাকার কথা স্বীকার করে বলেন, চিকিৎসক পাঠানো হলেও কেউ থাকতে চায় না। জোর করে একজন চিকিৎসককে পাঠানো আমার পক্ষে সম্ভব নয়। তবে যে জায়গায় ম্যালেরিয়া ও টাইফয়েডের প্রার্দুভাব দেখা দিয়েছে সেখানে স্বাস্থ্যকর্মীদের দিয়ে সেবা প্রদানের চেষ্টা করা হচ্ছে। সিভিল সার্জনের মতে ব্র্যাকের মশারী গুলোর মেয়াদ তিন থেকে চার বছর পর্যন্ত স্থায়ী হয়। এরপর আস্তে আস্তে এর কার্যকারীতা কমতে থাকে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ