রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বৃহস্পতিবার কাচলং নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম রিকো দাশ(২০)।
জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার বৈদ্য কলোনীর বাসিন্দা রিকো দাশ পাশ্ববর্তী কাচালং নদীতে গোসল করতে যায়। এসময় নদী গভীরতায় থাকায় পানিতে সে মারা যায়। সে যোগেশ দাশের ছেলে।
--হিলবিডি২৪/সম্পদনা/সিআর,