• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতা উন্নয়নে অভ্যন্তরীণ প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2020   Monday

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ‘কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতা উন্নয়নে অভ্যন্তরীণ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

 

জেলা পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবন) করেন প্রশিক্ষনের উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রমা রাণী রায়। প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ।


প্রশিক্ষণে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরীসহ পরিষদের কর্মচারিরা অংশ গ্রহণ করেন।


উদ্বোধনী বক্তব্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব রমা রাণী রায় বলেন- মন্ত্রণালয় এবং আওতাধীন সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সরকারের রুপকল্প ২০২১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তি যথাযথ বাস্তবায়নে পরিষদের কর্মকর্তা/কর্মচারিদের দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।


তিনি বলেন, মন্ত্রণালয়ের কাজ মানে পরিষদেরই কাজ। মন্ত্রণালয় ৬টি সংস্থার(তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড) কাজের সমন্বয় করে। পরিষদগুলো কাজ করলেও পরিষদের কাজের তথ্য ব্যবস্থাপনা/ডকুমেন্টাশন খুবই দুর্বল। এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলো তথ্য ব্যবস্থাপনা/ডকুমেন্টাশন এর ক্ষেত্রে খুবই ভালো। পরিষদের ৭৫ শতাংশ কাজ উন্নয়নমূলক এবং ২৫ শতাংশ দাপ্তরিক। এই কাজগুলো সঠিক এবং স্বচ্ছতার সাথে করতে হলে কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণের বিকল্প নাই।


তিনি আরো বলেন, পরিষদগুলোর জনবল ঘাটতি আছে এ বিষয়টি মন্ত্রণালয় অবগত আছে। এজন্যে পরিষদগুলোর জনবল ঘাটতি মিটানোর জন্য জনবল কাঠামো সংশোধন করা হচ্ছে। তবুও দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ, কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি এবং আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের স্বার্থে সবাইকে কাজ করে যেতে হবে। তিনি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে দক্ষ জনসম্পদ সৃষ্টিতে জেলা পরিষদের উদ্যোগ গ্রহণকে স্বাগত জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ