• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    
 
ads

খাগড়াছড়িতে ২০টি বেস্ট ভিজিএফ কমিটিকে সম্মাননা স্বারক ও সনদ প্রদান

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2021   Tuesday

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ২০টি বেস্ট ভিসিএফ(ভিলেজ কমন ফরেস্ট) কমিটিকে সন্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারের হল রুমে জেলার স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা  তৃণমূল উন্নয়ন সংস্থা ব্যবস্থাপনায় ইউএসএআইড’র অর্থায়নে  বাংলাদেশ সরকার ও ইউএনডিপির কারিগরি সহায়তায় Chittagong Hill Tracts Watershed Co-Management Activity (Communication Conservation) SID-CHT চিটাগাং হিল ট্র্যাক্টস ওয়াটারশেড কো- ম্যানেজমেন্ট এ্যাক্টিভিটি প্রকল্পের মাধ্যমে  এ সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  মংসুইপ্রু চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রতিনিধি উশিংমং চৌধুরী, ডিসট্রিক লাইভলিহুড এন্ড কমিউনিটি মোবিলাইজার, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ।

 

অনুষ্ঠানে জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ  ত্রিপুরা  প্রধান অতিথির জ্ঞাতার্থে তার বক্তব্যে বলেন ভিলেজ কমন ফরেস্ট (ভিসিএফ) গুলোর আইনী স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ জানান । এই ভিসিএফ গুলোই বিভিন্ন বন্যপ্রাণী, জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণের অগ্রনী ভূমিকা রাখছে ।

 

প্রধান অতিথি  তাঁর বক্তব্যে বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলায় যেহেতু এর আগে রাঙ্গামাটির ভিসিএফ গুলো আইনি স্বীকৃতি প্রদান করেছে।  আমরা ও তাদের আলোকে খাগড়াছড়ি জেলায় অর্ন্তভূক্ত ভিসিএফ গুলোর আইনি স্বীকৃতির ব্যাপারে সংশ্লিষ্ট হেডম্যানদের নিয়ে সভা করেছি। তবে, এই ক্ষেত্রে র্সাকেল চীফ এবং জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা প্রয়োজন । এই ব্যাপারে তিনি আরো সভা আহ্বান করবেন বলেন আশ্বাস দেন। ইউএনডিপি খুবই যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কাজ করছে। যা আর্ন্তজাতিকভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পার্বত্য চট্টগ্রামে গ্রামীণ সাধারণ বন (ভিসিএফ) সংরক্ষণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) হাতে নেওয়া যেতে পারে। এ সময় তিনি আরো বলেন আমি পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে কথাও বলেছি। তিনি উপস্থিত সবাইকে গ্রামীণ সাধারণ বন সংরক্ষণ এর পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান ।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, ভিসিএফ নেটওয়ার্কের সভাপতি দীঘিনালা উপজেলার  ৪৮ নং ডানে ধনপাতা মৌজার হেডম্যান যুব লক্ষণ চাকমা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ৮০ নং দুরছড়ি মৌজার হেডম্যান সঞ্জীব কুমার তালুকদার,লক্ষীছড়ি উপজেলা ৮৯ নং লক্ষীছড়ি মৌজা হেডম্যান জ্ঞান লাল তালুকদার দীঘিনালার ৫২ নং পাবলাখালী মৌজার হেডম্যান  বিনয় রঞ্জন চাকমা, খাগড়াছগি সদরের ২৬৪ নং ভুয়াছড়ি মৌজার হেডম্যান কীর্তিময় চাকমা,২৬০ নং ইটছড়ি মৌজার হেডম্যান  সাথাউ মারমাসহ বিভিন্ন ভিসিএফ কমিটির  ৭৫ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।

 

স্যুইচিং অং মারমা সঞ্চালনায় আলোচনা সভায়  করেন সংস্থাটির কার্যকরী কমিটির সহ-সভাপতি  চামেলী ত্রিপুরা।

 

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ