• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
৮৬ দিন পর ভেসে উঠল রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু                    রাঙামাটিতে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান                    রাঙামাটিতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু                    চাকমা ও মারমা ভাষার পাঠ্যপুস্তকে নিজস্ব লিপিতেই প্রকাশের দাবি ২৪ বিশিষ্ট নাগরিকের                    বিলাইছড়ি বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু                    রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ                    জুরাছড়ি বরকলক শান্তিদান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    রাঙামাটি জেলা পরিষদের সদস্য দুমদুম্যায় কমিউনিটি ক্লিনিক পরির্দশন                    খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১০                    রাঙামাটিতে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর আত্নহত্যা                    বিশ্ব খাদ্য দিবসে বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের আলোচনা সভা                    পরিবেশ রক্ষায় বরকলে আনসার ও ভিডিপি সদস্যদের ৭২০০ গাছ রোপণ                    বরকলে ছোট হরিণা জোনের উদ্যোগে সহায়তা প্রদান                    হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    ধর্ম্মোদয় বৌদ্ধ বিহারে ৪০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত                    জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবী                    নানিয়ারচরে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ইউপিডিএফ সদস্য আটক                    পাহাড়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যপূর্ন সম্পর্ক ও উন্নয়ন চাই-পার্বত্য উপদেষ্টা                    সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রামে এক সাথে থাকতে চাই-পার্বত্য উপদেষ্টা                    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন                    রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসবে নিরাপত্তায় থাকবে আইন-শৃংখলা সেনাবাহিনী                    
 
ads

রাঙামাটিতে কোভিড টিকা প্রদানে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2022   Wednesday

বুধবার রাঙাাটিতে কোভিড-১৯ টিকা প্রদানে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে তত্ত¡াবধায়কের কক্ষে অনুষ্ঠিত সভায়  ষবাপতিত্ব করেন স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির আহবায়ক অমলেন্দু হাওলাদার। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা: ইসতিয়াক হোসেইন, হাবিবুর রহমান, খোকন কুমার দে, সাইফুল উদ্দীন, বরুন জ্যোতি চাকমা প্রমুখ। সনাক সদস্য  মোহাম্মদ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন সনাক সদস্য গৈরিকা চাকমা। এসময় হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সনাক, এসিজি,  টিআইবি কর্মকর্তা ও ইয়েস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আলোচনার শুরুতে চট্টগ্রাম কাস্টারের কাস্টার কো-অর্ডিনেটর  মো: জসিম উদ্দিন পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে জানান বাংলাদেশে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ টিকা সরবরাহ ব্যবস্থা এবং টিকায় সকলের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘গভর্ন্যান্স চ্যালেঞ্জেস ইন হেলথ সেক্টর: টুওয়ার্ডস ইফেক্টিভ কোভিড-১৯ ভ্যাকসিন ডেলিভারি’ শীর্ষক একটি প্রকল্প (মেয়াদ: ০১ জুন ২০২১ - ৩১ ডিসেম্বর ২০২১) বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। এরই অংশ হিসেবে টিআইবি’র ৪৫টি সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর কর্ম এলাকায় ১২-১৪ ডিসেম্বর ২০২১ পর্যন্ত কমিউনিটি মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। কমিউনিটি মনিটরিং-এর মাধ্যমে টিকা প্রদান কার্যক্রমে সেবাগ্রহীতাদের সরাসরি অংশগ্রহণ ও অভিজ্ঞতার আলোকে সেবার মান, পর্যাপ্ততা, স্বচ্ছতা, দুর্বলতা এবং সংশ্লিষ্ট টিকা প্রদানকারী প্রতিষ্ঠানের সমতা সম্পর্কে মতামত সংগৃহীত হয়েছে। তিনি জানান সনাক আশা করে, প্রাপ্ত ফলাফলের আলোকে স্থানীয় পর্যায়ে টিকা প্রদান কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিসহ দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির অভিগম্যতা নিশ্চিতকরণে এবং দুর্নীতি প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও জনগণ এ বিষয়ে যৌথ ভূমিকা পালনে উদ্যোগী হবে।      


কমিউনিটি মনিটরিং এর প্রাপ্ত ফলাফলের আলোকে মুক্ত আলোচনায় অংশ নিয়ে নাইউপ্রæ মারমা মেরী, নির্বাহী পরিচালক, উইভ বলেন, বিগত বছরগুলোর তুলনায় রাঙামাটিতে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পেয়েছে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। ইতিমধ্যে জেনারেল হাসপাতাল নারীবান্ধব হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি নারীবান্ধব টয়লেট এবং নারী বান্ধব টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করেন।


রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ শওকত আকবর বলেন, আমরা খুবই প্রতিকুল পরিস্থিতির মধ্যে কাজ করেছি, শুরুতে আমরা মানুষের কাছ থেকে সারা পায়নি। কিন্তুু ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছে। আমরা রাঙামাটি জেলার প্রায় সকল মানুষকে টিকা আওতায় আনতে পেরেছি। এই গবেষণা আমাদের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।


সিভিল সার্জন প্রতিনিধি ডা: শুশোভন দেওয়ান বলেন আমাদের কিছু ক্রটি বিচ্যুতি আছে। তবে অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দেওয়া চেষ্টা করেছি।

 

তিনি আরো বলেন কোভিড-১৯ টিকা প্রদানে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের জন্য আমাদের সকল পক্ষকে এক সাথে কাজ করতে হবে। তবেই কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহীতা ও সুশাসন নিশ্চিত হবে। সমাপনী বক্তব্যে অমলেন্দু হাওলাদার বলেন, আমরা একে অন্যকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার জন্য এগিয়ে এসেছি, কোন ভুল ধরা আমাদের উদেশ্যে নয়। গবেষণাটি সুপারিশ সমূহ  স্বাস্থ্যবিভাগ আমলে নিলে ক্রটি বিচ্যুতি হওয়ার আর সুযোগ থাকবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ