ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোস্তফা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলা সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ মোঃ তাছাদ্দিক হোসেন কবির। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদস সার্কেল চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম মাওলা প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে ফিরোজা বেগম চিনুএমপি বলেন, আজকের এই দিনে ঐতিহাসিক মুজিব নগরে দেশের রাষ্ট্রযন্ত্র কিভাবে পরিচালিত হবে এবং অস্থায়ী সরকার গঠনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করেন সৈয়দ তাজ উদ্দিন আহম্মেদ। শেখ মুজিবুর রহমান জেলে থাকায় তৎকালিন সময়ে অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন শহীদ মুক্তিযোদ্বা তাজ উদ্দিন আহম্মেদ। সে দিন থেকে মেহেপুর বৈদ্যনাথ তলার নাম করণ হয়েছে ঐতিহাসিক মুজিব নগর।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.