• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    
 
ads

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2022   Sunday

“বিল্ডিং এ শেয়ারড ফিউচার ফর অল লাইফ ”  এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি মহালছড়িতে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালিত হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন তৃণমূল উন্নয়ন সংস্থা উদ্যোগে রোববার সকালে (২২ মে) উপজেলার মুবাছড়ি ইউনিয়নে মনাটেক রিসোর্স সেন্টারে এ দিবসটি পালিত হয়। দিবসটি  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় চামেলী ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। এছাড়া বক্তব্য রাখেন কর্মসূচী ব্যবস্থাপক সুইচিং অং মারমা,   ইউএনডিপি এসআইডি- সিএইচটি  প্রকল্পের  ডিষ্ট্রিক লাইভলিহুড এন্ড কমিউনিটি মোবিলাইজার    উসিংমং চৌধুরী।

 

আলোচনা সভায় কিনোট প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেসট্রি এন্ড এনভাইরনমেন্ট ডিপার্টম্যান্ট এর সহযোগী অধ্যাপক ডঃ সুপ্রিয় চাকমা।

 

সভায় তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে জীববৈচিত্র্য নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করে দেখান। এ সময় তিনি বলেন, আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে জীববৈচিত্র্যকে রক্ষা করা অতীব জুরুরি। তা যদি করতে না পারি ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকা কঠিন হবে। তিনি সবার সামনে এমন কিছু রেয়ার বন্য প্রাণীর ছবি উপস্থাপন করেন যা উপস্থিত বর্তমান প্রজন্মরা  নামও জানেন না। সুতরাং, সেখান থেকে ধারণা করা যায়  আমরা আমাদের ঐতিহ্য  ও পরিবেশ  রক্ষা করতে পারছিনা।  আমাদের ঐতিহ্য রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরী। এক সময় পার্বত্য চট্টগ্রাম গভীর বন ছিল এবং প্রচুর বন্যপ্রানীও ছিল । পার্বত্য চট্টগ্রাম থেকে অনেক উদ্ভিদ ও প্রাণী ইতিমধ্যে বিলুপ্ত হয়েছে গেছে ।  তাই বন ও প্রাণী গুলোকে রক্ষা করা আমাদের উচিত।

 

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন আগেকার দিনে যারা জুম চাষের জন্য জংগল কাটেন তারা ছড়ার পাড়ে জংগল গুলো অক্ষত রেখেই জুম চাষ করতেন । ফলে ছড়া বা ঝিরি গুলো রক্ষিত থাকতো। কিন্তু বর্তমানে যারা জুম চাষ করে তারা আর আগের নিয়ম মেনে চলেনা । অন্যদিকে যারা বাগান চাষ করে তারা জংগল পরিস্কার করার ক্ষেত্রে কোন নিয়ম কানুন মেনে চলে না। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা সম্পর্কে সবার জানা জুরুরি । পাড়াবন সংরক্ষণ করার জন্য সবাইকে অনুরোধ করেন। কেননা আমাদের বেঁচে থাকা ও পরিবেশের  ভারসাম্য রক্ষার সাথে এটি ওতোপ্রোতভাবে জড়িত। প্রকৃতিকে আঘাত করলে প্রকৃতি আমাদেরকে প্রতিঘাত করবে । 

 

যে কোন দেশের মোট ভুখন্ডের ২৫ শতাংশ বনভুমি থাকতে হয়  কিন্তু বাংলাদেশে তা নেই । পরিসংখ্যানে দেখা গেছে ১২.০৮ শতাংশ । তাই আমাদের বন স্মৃষ্টি করতে হবে। আমাদের সংস্কৃতি আমাদেরকেই সংরক্ষণ করতে হবে । আমাদের এলাকায়  কিছু কিছু ডিপওয়েল বসানো হয়েছে এবং ঐ ডিপওয়েল থেকে প্রতিনিয়ত পানি আপচয় হচ্ছে । যার ফলাফল আগামীতে  নিসন্দেহে ভালো হবে না । তাই তা না করে প্রকৃতিকে রক্ষা করতে হবে তা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে। প্রাকৃতিক সম্পদ হারানোর জন্য মূলত আমরাই দায়ী। তাই আমাদের জীববৈচিত্র্য রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। আলোচনা সভায় প্রকল্পের সুবিধা ভোগী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে খাগড়াছড়ি জেলায় ইউএসএআইডি’র অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউএনডিপির কারিগরি সহায়তায়  চিটাগং হিল ট্রাক্টস ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এ্যাক্টিভিটি কমিউনিকেশন কনজারভেশন এসআইডি- সিএইচটি প্রকল্প বাস্তবায়ন করছে খাগড়াছড়ির স্থানীয় উন্নয়ন সংগঠন  তৃণমূল উন্নয়ন সংস্থা।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ