রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রোববার ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ কার্যালয়ে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও সদস্যরা অংশগ্রহনকারী সকল শ্রেণী পেশার মানুষদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জগৎ জ্যাতি চাকমা, নিখিল কুমার চাকমা, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, পরিষদের প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাজির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ’সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান প্রধান’সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি ও জেলা ওলামা লীগের সভাপতি ক্বারী মোঃ ওসমান গনি চৌধুরী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.