• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    
 
ads

রাঙামাটিতে স্বর্ণ কিশোরী নির্বাচিত হয়েছে হ্লাসিমে মারমা ও ইসরাত তাবাসসুম

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2015   Saturday

শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়ে গেল স্বর্ণ-কিশোরী প্রতিযোগীতা। এতে স্বর্ণ-কিশোরী নির্বাচিত হয়েছে যথাক্রমে রাঙামাটি সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী ইসরাত তাবাসসুম ও রাঙামাটি সরকারী শিশু পরিবারের দশম শ্রেণীর ছাত্রী হ্লাসিমে মারমা।

স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তফা জামান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা সিভিল সার্জন ডাঃ স্নেহ কুমার চাকমা, পুলিশের রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, কোতয়ালী থানার অফিসার্স ইনচাজ মোঃ আব্দুল রশীদ,রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা বড়ুয়া ও চ্যানেল আইয়ের রাঙামাটি প্রতিনিধি মনসুর আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করে করেন স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী প্রধান ফারজানা ব্রাউনিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী প্রধান ফারজানা ব্রাউনিয়া কিশোরীদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করেন। তিনি বয়ঃসন্ধিকালীন সময়ের বিভিন্ন সমস্যা ও সমাধানের পাশাপাশি কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সময় থেকে শারীরিক পরিবর্তনকালীন সময়ে কিশোরীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান শেষে স্কুল প্রাঙ্গনে দেশের জাতীয় পতাকা ও স্বর্ণ কিশোরী পতাকা উত্তোলন করেন অতিথিরা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তফা জামান বলেন,স্বর্ণ-কিশোরীর মাধ্যমে এ অঞ্চলের কিশোরীরা স্বাস্থ্য সর্ম্পকে সচেতন হতে পারবে।

পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, স্বর্ণ কিশোরীর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি দক্ষ জনশক্তিতে পরিনত করতে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারবে। তিনি আরও বলেন, রাঙামাটি পুলিশ বিভাগ ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে যেভাবে ইভটিজিং প্রতিরোধ থেকে শুরু করে নারী নির্যাতন বন্ধের কাজ করে যাচ্ছে। ঠিক একইভাবে স্বর্ণ কিশোরীদের মাধ্যমে এ প্রত্যন্ত অঞ্চলে কিশোরীদের বিভিন্ন সচেতন করে তুলতে কাজ করতে পারবে। তিনি এ ধরনের উদ্যোগের সাথে রাঙামাটি পুলিশ বিভাগ যথাযথভাবে সহযোগীতা করে যাওয়ার আশ্বাস দেন।

জেলা সিভিল সার্জন ডাঃ øেহ কুমার চাকমা বলেন, বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতাসহ বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সারা দেশব্যাপী চ্যানেল আই যে কাজ শুরু করেছে তা স্বাস্থ্য সচেতনতায় ভবিষ্যতে দেশের কল্যাণে বিরাট ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য সচেতনতা বিষয়ের উপর রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত বক্তব্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় স্বর্ণ-কিশোরী নির্বাচিত হয় রাঙামাটি সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী ইসরাত তাবাসসুম।

বিকেলে রাঙামাটি শিশু পরিবারে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয় পর্বের স্বর্ণ কিশোরী নির্বাচন প্রতিযোগীতার আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে রাঙামাটি সরকারী শিশু পরিবারের দশম শ্রেণীর ছাত্রী হ্লাসিমে মারমা স্বর্ণ কিশোরী নির্বাচিত হয়। প্রতি মঙ্গলবার স্কুলের পক্ষ থেকে স্বর্ণ কিশোরী দিবস পালন করা হবে।

আয়োজক কমিটি  সূত্রে জানা গেছে, নির্বাচিত স্বর্ণ কিশোরীদের আগামী এক বছরের লেখা পড়ার খরচ বহন করবে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। এছাড়া নির্বাচিত স্বর্ণ কিশারীরা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় অংশগ্রহনের সুযোগ পাবে। জাতীয় পর্যায়ে নির্বাচিত স্বর্ণ কিশোরীরা আন্তর্জাতিক পর্যায়ে সুযোগের পাশাপাশি বিভিন্ন দেশে ভ্রমনের সুযোগ পাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ