মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের সদস্য ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা সার্বিক সমন্বয়ের মাধ্যমে পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জনগোষ্ঠীর উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানি বলেছেন, আন্তরিকতার সাথে প্রতিটি বিভাগের সেবা এ জেলার দরিদ্র মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে হবে। তিনি হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমরা এখানে সবাই কাজ করি এ অঞ্চল তথা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। তিনি কাউখালীর চেলাছড়া ও লংগদু উপজেলার আটারকছড়া আবাসিক বিদ্যালয়ে আগামী বছরের জানুয়ারী মাস থেকে ভর্তি কার্যক্রম শুরু করার জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। তিনি যুব উন্নয়ন অধিদপ্তরে প্রতিটি প্রশিক্ষণ প্রদানের আগে পরিষদে পত্র প্রেরণের জন্য নির্দেশদেন।
সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা বলেন, অবৈধ দখলদারদের তালিকা জেলা প্রশাসনের বরাবরে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কাপ্তাই উপজেলার এম্বুলেন্স এর ভাড়ার বিষয়ে উপজেলা প্রশাসনের মাসিক সভায় সিদ্ধান্ত অনুযায়ী রোগী কাপ্তাই থেকে চট্টগ্রাম নেওয়া বাবদ ভাড়া ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাউখালীর চেলাছড়া ও লংগদু উপজেলার আটারকছড়া আবাসিক বিদ্যালয়ের বিষয়ে জেলা পরিষদের হস্তক্ষেপ কামনা করেন।
পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, প্রবল বর্ষণের কারণে বর্তমানে ঝুলন্ত ব্রীজটি ২ফুট পানির নিচে রয়েছে বিধায় পর্যটক কম হচ্ছে। এছাড়া পর্যটন কমপ্লেক্সের নিরাপত্তার জন্যে পর্যটনে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন। আগামী ২৭ আগস্ট বিশ্ব পর্যটন দিবস। দিবসটি সফলভাবে পালনের লক্ষ্য সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ায় আগামী কোরবানে আমাদের দেশের গরু চাষীরা ভালো দাম পাবে। পাশাপাশি কৃত্রিম প্রজনন কার্যক্রম যথাযথভাবে চলছে। তিনি প্রাণী সম্পদ বিভাগে জেলা পরিষদ থেকে ঔষধ প্রদানের জন্য চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন।
হাঁস মুরগী খামারের খামার ব্যবস্থাপক বলেন, বর্তমানে খামারে প্রচুর মুরগীর বাচ্চা রয়েছে। সরকারি তালিকা ও মুরগীর বয়স অনুযায়ী ৪০, ৫৫ ও ৭০ টাকা দামে বিক্রী করা হচ্ছে। তিনি আগ্রহী চাষীদের এ খামার থেকে মুরগীর বাচ্চা সংগ্রহের অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.