শুক্রবার বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সফর করেছেন। সফরকালে তিনি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান, ৫০ শষ্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তরসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।
শুক্রবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নাইক্ষ্যংছড়িতে পৌছলে রাবার বাগান এলাকায় অপেক্ষমান সরকারী কর্মকর্তা,স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা স্বাগত জানান। পরে প্রতিমন্ত্রী ৩১ শষ্যা বিশিষ্ট নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শষ্যা উন্নিতকরনের লক্ষে ৪ কোটি ১৪ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এর পর তিনি স্বাস্থ্য কমপ্লেক্সএলাকা ঘুরে ঘুরে দেখেন।
পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন ইউনিয়ানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার এবং পাহাড় ধসের কারনে বাড়ীঘর বিধস্থ পরিবারের মাঝে বিশ্বখাদ্য সংস্থার আওতাধীন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা অনুষ্ঠান অতিথি হিসেবে যোগদান করেন। অনুষ্ঠানে নাইক্ষংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাহেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাইক্ষংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) হারুন অর রশিদ, ৩১ বিজিবির লেঃ কর্ণেল হাসান মোর্শেদ পিএসসি, স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক ডাঃ আলাউদ্দিন মজুমদার, মেডিক্যোল অফিসার ডাঃ উদয় শংকর চাকমা, আরএমও ডাঃ মুবিনুল হক চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, বিশ্ব খাদ্য সংস্থার পরিচালক ইলুরা চাকমা। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি নগদ ৯ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
এর পর প্রতিমন্ত্রী নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন শৃংখলা সভায় যোগদান করে বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরন করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বান্দরবানে বিগত মাত্র এক মাসের ব্যবধানে চার বারের ভয়াবহ বন্যা হওয়ার কারনে বান্দরবানে পাহাড় ধসে অনেক প্রানহানী ঘটেছে। তবে নাইক্ষ্যংছড়ির জনগণ সচেতন ছিল বলে পাহাড় ধসে প্রানহানীর হাত থেকে রক্ষা পেয়েছেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন সময় বান্দরবানে দুর্যোগ হলে সবসময় তিনি বান্দরবানের খবরাখবর রাখেন এবং দুর্যোগকালীন সময়ে পর্যাপ্ত ত্রান সামগ্রী প্রদান করে আমাকে তাৎক্ষনিক বান্দরবানে আসার নির্দেশ প্রদান করেন। তিনি দুর্যোগকালী সময়ে জনগনের পাশে থেকে কাজ করার জন্য আওয়ামীলীগের নেতা-কর্মী এবং প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.