বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবেিত রোববার মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
বাঘাইছড়ি উপজেলার চৌমুহনী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যেগে র্যালী সহকারে উপজেলা পরিষদ সামনে মানববন্ধন করা হয়। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সভাপতি নিজাম উদ্দিন বাবু । মানবন্ধন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করেন।
সমাবেশে বক্তারা দেশের সর্ব বৃহৎ উপজেলা বাঘাইছড়ি এ উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় কারনে এ বছর প্রায় ৮০ কোঠি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। বক্তারা বাজারে নিরাপত্তার জন্য অতিদ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য সরকারের কাছে দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.