বুধবার কাপ্তাইয়ে দু’দিন ব্যাপী উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ডাক ও টেলি যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মেলার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে ডিজিটাল মেলার উদ্বোধন করেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলসাত হোসেন, প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, ইউএনও দুলাল চন্দ্র সূত্রধর। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, তথ্য কর্মকর্তা মো. হারুন, মার্কেটিং অফিসার মোস্তাক আহমেদ, ভাইস চেয়ারম্যান সুভ্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, ওসি হারুন অর রশিদ প্রমুখ।
বক্তরা বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.