সোমবার বান্দরবানে আব্বাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে বান্দরবান সিটি বয়েজ ক্লাব ৫-০ গোলে বান্দরবান বাজার একাদশ দলকে হারিয়ে দিয়ে জয়ী হয়েছে।
সোমবার রাজার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য থোয়াইহ্লা মং মারমা। বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা ফুটবল দল কোচ সাফোচিং ঝুনু, সাবেক ফুটবল খেলোয়াড় মাহবুবুর রশিদ, জেলার ক্রীড়া সংগঠক সাদেক হোসেন চৌধুরী, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, আব্বাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের আহবায়ক মোঃ শাহ আলম ও সদস্য সচিব রাজেশ দাশ।
মঙ্গলবার জুভেন্টার্স মারমা বাজার বনাম আর্মি পাড়া সকার ক্লাবের মধ্যকার প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.