আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষে শনিবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে মহাতœাগান্ধীর অহিংস বাণী বুকে ধারন করে সবাইয়ের মাঝে এ বাণী ছড়িতে দিতে পারি তাহলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। বক্তারা সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়ানো, জাতিগত ও সম্প্রদায়গত হিংসা, বিদ্বেষ ও হানাহানি ত্যাগ এবং মানবিক মূল্যবোধকে উন্নত করে অহিংস নীতি গ্রহন করে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি-এ শ্লোগানকে সামনে রেখে ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিষ্টেম-এর সহযোগিতায় হিমওয়ান্টি ও সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর যৌথ উদ্যোগে আয়োজিত জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক রাঙামাটির সাধারন সম্পাদক সুনীল কান্তি দে। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন জাতীয় মানবধিকার কমিশন সদস্য নিরুপা দেওয়ান, শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ, হিমওয়ান্টির নির্বাহী পরিচালক টুকু তালুকদার, ব্লাষ্টের রাঙামাটির সমন্বয়কারী জুয়েল দেওয়ান, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী ও নূর জাহান বেগম পারুল। মানববন্ধনে বিভিন্ন পেশা শ্রেনীর নারী-পুরুষ অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.