কন্যা শিশুর নিরাপদ পরিবেশ- সমৃদ্ধি করবে আগামীর বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে সোমবার বরকলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
বরকল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক বরকল শাখার ব্যবস্থাপক সতি রঞ্জন চাকমা,সোনালি ব্যাংক বরকল শাখার ব্যবস্থাপক হেমা রঞ্জন চাকমা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কামনা চাকমা,বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপোতি চাকমা ও উপজেলা সমাজ সেবা অফিসের অফিস সহকারী ফজলুল হক সহ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
এর আগে দিবসটি উপলক্ষে বরকল উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে গিয়ে শেষ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.