৮ম জাতীয় বেতন স্কেলে বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষেই ৬দফা দাবীতে বুধবার মানববন্ধন করেছে বরকল উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
উপজেলার শহীদ মিনার চত্বরে মানববন্ধনে উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এ অংশ গ্রহন করেন।
এ সময় তারা ৬ দফা দাবী জানান। সেগুলো হল টাইম স্কেল,সিলেকশন গ্রেড পুর্নবহাল,বেতর ভাতাদি বিলে ইউএনও এর স্বাক্ষর প্রদানের সিদ্বান্ত বাতিল,স্ব-স্ব ক্যাডারের সর্বোচ্চ পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল গ্রেডে স্ব স্ব ক্যাডার,নন ক্যাডার কর্মকর্তার পদায়ন,আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন,নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বর্হিভুত সকল ধরনের প্রেষন বাতিল, উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে সকল দপ্তর প্রধানদের একই গ্রেডে একই স্কেলে অর্ন্তভুক্ত করা ও সমান সুযোগ দেয়া এবং ইউএনও এর কর্তৃত্ব বাতিল করে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা বাড়ানো।
-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.