বৃহস্পতিবার বান্দরবান শহর সমন্বয় কমিটি গঠন কাঠামো ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়।
বান্দরবান পৌর সভা মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বান্দরবান পৌর মেয়র জাবেদ রেজা। সভায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র দিলিপ বড়–য়া, পৌর কাউন্সিলার অজিত দাশ,পৌর কাউন্সিলার সামসুর হক,পেওর সচিব তৌহিদুল ইসলামসহ পৌর কর্মচারী,ইউজিপির সদস্যরো উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র জাবেদ রেজা দুঃখ প্রকাশ করে বলেন যথসময়ে নগর সমন্বয় কমিটির সরকারী সদস্যদের অবহিত করার পর ও তারা সভায় উপস্থিত হন না। এ ব্যপারে ব্যবস্থা নিতে যথাযথ কতৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি। তিনি বলেন দায়িত বান সরকারী কর্মকর্তা এবং কতিপয় দায়িত্ব প্রাপ্ত পৌর কাউন্সিলাদের আরো দায়িত্ব শীল হওয়া প্রয়োজন। এ ব্যপারে তিনি রেজুলেশনের মাধ্যমে যথযত কতৃপক্ষকে অবহিত করবেন জানিয়ে বান্দরবান পৌর সভার উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.