বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা উপজেলা ও ইউনিয়ন সামাজিক সুরক্ষা ফোরামের বার্ষিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যার হল রুমে আয়োজিত জেলা সামাজিক সুরক্ষা ফোরামের সাধারণ সম্পাদক ও নারী নেত্রী কণিকা বড়–য়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী সাগরিকা রোয়াজা টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জেলা ফোরামের সদস্য অমরেন্দ্র নাথ চাকমা, উপজেলা সামাজিক সুরক্ষা ফোরাম প্রকল্পের সমন্বয়ক ঊদ্ভাসন চাকমা,প্রশিক্ষণ কর্মকর্তা সজিব চাকমাসহ জেলা ফোরামের সদস্যসহ বরকল উপজেলা ও ৫ ইউনিয়ন সামাজিক সুরক্ষা ফোরামের প্রতিনিধিরা।
সভায় সামাজিক সুরক্ষা ফোরামের কর্মকর্তা শুভাশীষ চাকমার সঞ্চালনায় ও বার্ষিক সভায় ফোরামের কর্মকান্ড নিয়ে বিশদ আলোকপাত করেন ফোরামের প্রশিক্ষন কর্মকর্তা সজিব চাকমা ও প্রকল্প সমন্বয়ক ঊদ্ভাসন চাকমা।
সভায় তৃণমুল পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বিষয়ে সুবলং ইউনিয়ন সামাজিক সুরক্ষা ফোরামের সভাপতি রঞ্জিত চাকমা বরকল ইউনিয়ন সামাজিক ফোরামের সভাপতি প্রিয়বরণ খীসা আইমাছড়া ইউনিয়ন ফোরামের সভাপতি অমর কুমার চাকমা ভূষনছড়া ইউনিয়ন ফোরামের সভাপতি শান্তিময় চাকমা উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের সাধারণ সম্পাদক পুলিন বিহারী চাকমা টংগ্যার ভাইস চেয়ারপার্সন আব্দুল মামুন, রাঙামাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অমরেন্দ্র নাথ চাকমা বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন নারী নেত্রী সাগরিকা চাকমা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সামাজিক সুরক্ষার পাশাপাশি পরিবারের সুরক্ষার কথা চিন্তা করতে হবে। পরিবারের সদস্যদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে পরিবার ও সমাজ সুরক্ষা সম্ভব। এতে নারীদের বেশী অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরও বলেন, প্রতিটি পরিবারে নারীদের চেয়ে পুরুষদের আগে সুশিক্ষায় শিক্ষিত হলে নারী নির্যাতন ধর্ষণ ইভটিজিংসহ সমাজে নানা অসামাজিক কর্মকান্ড সংঘটিত হওয়ার সুযোগ নেই। ফলে সমাজ ও পরিবার সুরক্ষিত হবে। যার ফলে নারী পুরুষের বৈষ্যম্য দুর হলে রাষ্ট্রের জনগনের সেবা ও মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.