রাজস্থলী উপজেলা মিলনায়তনে গত সোমবার এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা তথ্য অফিসের সহযোগিতায় এ সমাবেশের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী কর্মকর্তা মোঃ হারুন। প্রধান অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী।
বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন, বেলী মহিলা সমিতির পরিচালক মোঃ হানিফ প্রমুখ।
সভায় বক্তারা পুরুষের পাশাপাশি মহিলাদের আরো উন্নয়ন কর্মকান্ডের সাথে সম্পৃক্তকরণের মাধ্যমে নিজেকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.