উপজেলায় ইউএনও কর্তৃত্ব বাতিল, বেতন স্কেলে সেলেকশন গ্রেড ও টাইম স্কেল পুর্ণবহালসহ পাঁচ দফা দাবীতে বুধবার বান্দরবানে মানববন্ধন করেছে বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার সমন্বয় পরিষদ।
বান্দরবান প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সদর উপজেলার বিসিএস ক্যাডার, নন-ক্যাডার ও উপজেলা প্রশাসনের আওতাধীন সরকারি কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সভাপতি ও সিভিল সার্জন ডা:অনুপ দেওয়ান।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ আলতাফ হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুধীর নাথ চৌধুরী প্রমুখ।
বক্তারা অবিলম্বে সরকারকে পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান। অন্যাথায় বৃহত্তর আন্দোলনসহ কর্মবিরতির হুমকি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.