পানছড়িতে শুক্রবার ইংরেজী শুভ নববর্ষ উদযাপন করা হয়েছে।
পানছড়ি উপজেলার সবুজ ক্লাব, সদক ক্লাবের উদ্যোগে নববর্ষের শুভেচ্ছা র্যালী করা হয়। র্যালীর উদ্ধোধন করেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ।
র্যালীটি পানছড়ি উপজেলার সবুজ ক্লাব থেকে শুরু হয়ে পানছড়ি-লোগাং সড়কে কিনাধন বৈদ্য পাড়া ঘুরে গিয়ে পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের সামনে শেষ হয়।
পরে সেখানে মিষ্টি বিতরণ, ভাগ্যবতী মহিলাদের লটারি, প্রীতি বলিবল খেলাসহ বিভিন্ন ধরনের খেলাধুলার অয়োজিত হয়। বিকালে স্থানীয় শিল্পিদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.