• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    
 
ads

সংকটের মধ্যেও রেকর্ড পরিমাণের মামলা নিষ্পক্তি
রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন ও আবাসনের প্রকট সংকট

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2016   Wednesday

রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অবকাঠামোগত ভবন এবং বিচারকদের আবাসন সংকটের কারণে বিচারিক কাজে ব্যাহত হচ্ছে। তারপরও গত বছর মামলার রেকর্ড পরিমাণ মামলার নিস্পত্তি হয়েছে  বলে সংশ্লিষ্ট সূত্রে  জানা গেছে। 

 

সূত্র জানায়, রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনায় অফিস রুম, এজলাসও রয়েছে প্রয়োজনের তুলনায় অনেক কম। বিচারকদের আবাসন সমস্যাসহ নানা সংকট বিরাজমান। দ্বিতলবিশিষ্ট পুরাতন ম্যাজিস্ট্রেট আদালত ভবনে কাজ চললেও পরবর্তীতে তৃতীয় তলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব কোনো ভবন নেই। ইতোমধ্যে ৫০ শতক জায়গা অধিগ্রহণ করা হলেও নকশা জটিলতার কারণে এ আদালত ভবনটি নির্মাণ সম্ভব হচ্ছে না।

 

একই ভবনে গাদাগাদি করে পরিচালিত হয় সবগুলো আদালতের বিচারিক কাজ। আলাদা কক্ষ না থাকায় বিচারকদের বসার সংকুলান হয় না। আমলি আদালতসহ মোট ১৩টি আদালতের বিচারিক কাজ চালাতে হয় মাত্র ৩টি এজলাসে বসে। এছাড়া বিচারকদের আবাসিক ভবন সংকট প্রকট রয়েছে। তাদের জন্য নেই কোন যানবাহনের সুবিধা। বিচারকরা থাকেন ভাড়া বাসায়। ফলে নিরাপত্তার সংকটও বিরাজমান।

 

রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে  জানা গেছে,২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ হয়। পরে ২০০৮ সালের ১ জুলাই রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের পর মামলা নিষ্পত্তির হার অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। গত বছর ডিসেম্বর পর্যন্ত এই আদালতে মামলা নিষ্পত্তির হার প্রায় ১০৯ ভাগ- যা আগের বছরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশী। ২০১৪ সালে মামলার নিষ্পত্তির হার ছিল প্রায় শতকরা ৭৪ ভাগ।  তার আগের বছর এই হার ছিল প্রায় ৭৫ শতাংশ।

 

সূত্র মতে,যদি সব পদে ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকলে তবে মামলার নিষ্পত্তির হার আরও বাড়ত। রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা ছিল ১৯৬৪টি। গত বছর আরও মামলা দায়ের হয় ১৩৩৩টি। সে হিসেবে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৫ সালে ৩২৯৭টি মামলার বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। সেগুলোর মধ্যে একই বছর ১৪৫৭টি মামলার নিষ্পত্তি করা হয়। বছর শেষে বিচারাধীন থেকে যায় ১৮৪০টি মামলা। আগের বছরে অনিষ্পত্তির সংখ্যা ছিল ১৯৬৪টি মামলা।

 

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট(ব্লাষ্ট) রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান জানান, জনস্বার্থে ব্লাষ্টের পক্ষ থেকে তিন পার্বত্য জেলায় জজ আদালত স্থাপনের জন্য হাইকোর্টে রিট করা হয়। এতে হাইকোর্ট থেকে তিন পার্বত্য জেলায় জজ আদালত স্থাপনের নির্দেশ দেয়ার পর ২০০৮ সালের ১ লা জুলাই এ আদালত স্থাপিত হয়। কিন্তু গত ৮ বছরে এ আদালতের অবকাঠামো থেকে বিচারকদের অফিস কক্ষ, বিচারিক এজলাস কক্ষ ও বিচারকদের আবাসন ব্যবস্থা করা হয়নি।

 

এসব সংকটের কারণে বিচারিক কার্যক্রম ব্যাঘাত ঘটছে।  তিনি আরও জানান,বিশেষ করে পৃথক পৃথক বিচারিক এজলাস কক্ষ না থাকায় একজন বিচারকের বিচার কাজ শেষ না হওয়ায় পর্ষন্ত ওই কক্ষের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়।

 

ফলে একদিকে ন্যায় বিচার প্রনিধানযোগ্য হচ্ছে না। অন্যদিকে দুরদুরান্ত থেকে আসা  বিচারপ্রার্থীরা আদালতের আসলেও  ওই দিন নিজের জায়গায়  ফেরত  যেতে না পারায় আর্থিকসহ নানান হয়রানীর শিকার হচ্ছেন। তাই অতিদ্রুত পৃথক আদালত ভবন নির্মানের প্রয়োজন।    

 

রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সামসউদ্দিন খালেদ বলেন, এ আদালতের অবকাঠামোগত এবং বিচারকদের আবাসন সংকটের কারণে বিচার কার্যক্রমে ব্যাহত হচ্ছে। বিচারকদের জন্য প্রয়োজনীয় যানবাহনের সুবিধাও নেই।

 

এ আদালত ভবনটি বহুতল বিশিষ্ট অত্যাধুনিকভাবে নির্মাণের জন্য সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিলেও কেবলমাত্র নকশা জটিলতার কারণে তা বাস্তবায়িত হচ্ছে না। ভবন নির্মাণে জমি অধিগ্রহণও হয়েছে। আদালত ভবন নির্মাণে গণপূর্ত বিভাগকে দায়িত্বশীল উদ্যোগ দরকার বলে মনে করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ