আগামী ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযতভাবে পালনের উপলক্ষে সোমবার বান্দরবানে এক প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে।
জলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ নুরুল্লাহ নুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু জাফর,পুলিশ সুপারের প্রতিনিধি, বান্দরবানের প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,জেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহমেদ চৌধুরী,সদও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্টানের প্রধান গন,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক বলেন ১৯৫২ সালের ২১ ফের্রুয়ারী আমাদের মাতৃভাষা বাংলার জন্য যারা নীজের জীবন উৎসর্গ করে সমগ্র বিশ্বে অমর হয়ে রয়েছেন তাদের আতœার শান্তী এবং তাদেরকে যথাযতভাবে স্মরনীয় করে রাখার জন্য সরকার তিন দিনের কর্মসুচী ঘোষনা করেছে। তিনি সরকারী এনসব কমৃসুচী বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.